এস চাঙমা সত্যজিৎ
নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতেও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসুচীর আওতায় পানছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক গবাদিপশু বিতরণ করা হয়েছে।
আজ ২১ মে ২০২৩ রবিবার সকালে পানছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযাগীতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসুচীর আওতায় পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ সুবিধাভোগীদের মাঝে গবাদিপশু ছাগল হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, মুক্তি যোদ্ধা আলী আহাম্মদ, সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার গৌরব চাকমা উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী কারিগড় পাড়ার চিন্তা কুমার ত্রিপুরা জানায়, সরকার আমাদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এতে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। আজ যারা সহযোগীতা পেয়েছেন।আপনারা এগুলো পালন করে স্বাবলম্ভি হোন। পর্যায়ক্রমে সকল অসহায়দের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।