রুপন চাকমা বাঘাইছড়ি ২২ মে ২০২৩
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুুমকির প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল ও প্রতিনাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার ২২মে বিকালে বাঘাইহাট বাজারের আওয়ামী লীগের ও সকল সহযোগী সংগঠনের যৌত উদ্যেগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাঘাইহাট বাজারে প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে দলীয় কাযালয়ে প্রতিবাদ সমাবেশে সাজেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুজিদ দে সভাপতিত্বে এই সময় উপস্তুিত ছিলেন মোঃ আহসান উল্লাহ সেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেক থানা শাখা। মোঃ আনোয়ার হোসেন, শুভ চৌধুরি সাধারন সম্পাদক ছাত্র লীগ সাজেক থানা শাখা। মোঃ পিচ্ছি আনোয়ার সাংগঠনিক সম্পাদক সাজেক থানা শাখা, মোঃ ইমান হোসেন সাধারন সম্পাদক সাজেক থানা শাখা এবং আওয়ামী লীগের সংযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুুৃমকিদাতাকে অভিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বলেন দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ রাজপথে প্রস্তুুত আছে ষড়যন্ত্রকারীদের রাজপথে জবাব দেওয়া হবে বলে গোষনা করেন।