রুপন চাকমা বাঘাইছড়ি
বাঘাইছড়ি উপজেলায় ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা এবং র্যালীর আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
২২ মে (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উপজেলা ভূমি অফিস পর্যন্ত র্যলী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমনা আক্তার
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি দিলীপকুমার দাশ, বিভিন্ন মৌজার হেডম্যান সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন বলেন, বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সকল ক্ষেত্রেই স্মার্ট সেবাকার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। যার দ্বারা গতিশীলতা পাবে জনসেবা, প্রশাসনিক, দাপ্তরিক সহ সকল কার্যক্রম, স্মার্ট ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে সবাইকে স্মার্ট ভূমিসেবা গ্রহণ করার আহবান জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি মন্ত্রণালয় কর্তৃক স্মার্ট ভূমি সেবার অংশ হিসেবে, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক যেকোনো পরামর্শ পেতে ও অভিযোগ জানানো সহ ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
You ought to be a part of a contest for one of the best sites on the internet. Im going to highly recommend this site!