সৈয়দ ওমর ফারুক, প্রতিবেদক। চাকরির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে র্্ব্যা্ব মহা পরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের।অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদী স্হগিতের শর্তে ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে র্্ব্যা্বের ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমানকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে আগের কর্মস্হলেই রাখা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খুরশীদ র্্ব্যা্বের মহাপরিচালক হিসেবে গত বছরের সেপ্টেম্বরে নিয়োগ পান।র্্ব্যা্বের ডিজির পদে যোগদানের পুর্বে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি(ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।