নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম।
চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসুচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ার অভিযোগে দলটির ৩৬জনের নামসহ অজ্ঞাত পরিচয় পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ভোরে নগরের চান্দগাঁও থানায় বহদ্দারহাট পুলিশ বক্সের ইনচার্জ লুৎফুর রহমান সোহেল মামলাটি করেন।এর আগে গত রবিবার বিকেলে বিএনপির পুর্বঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসুচি নগরের বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়। রাহাত্তারপুল,এক কিলোমিটার,চান্দগাঁও থানা হয়ে বহদ্দারহাটে এসে শেষ হয়।চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন,৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েননি।আমাদের কর্মসুচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তাদের কর্মীদের দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়িয়েছে। তখন আমাদের কর্মীরা তাদের কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিলেন।