নিজস্ব প্রতিবেদকঃ
আনোয়ারা উপজেলার স্বনামধন্য ও অন্যতম সেরা প্রতিষ্ঠান “শাহ-ই-দরবার ইসলামি কমপ্লেক্স” পরিচালনাধীন মুহাম্মদিয়া কুদ্দুচিয়া সুন্নিয়া আলিম মাদরাসার দীর্ঘ ২৮ বছরের উপাধ্যক্ষ(এমপিওভূক্ত সহকারী সুপার),[ মুহাম্মদীয়া কুদ্দুচিয়া সুন্নিয়া মাদরাসা ] মুহাক্কিক আলেমেদ্বীন,তাত্বিক বক্তা,উস্তাজুল ওলামা,আমার পরম শ্রদ্ধেয় উস্তাজ হযরতুলহাজ্ব আল্লামা ——–
“সৈয়্যদ মুহাম্মদ মোজাম্মেল হক হাশেমী(মু.জি.আ) হুজুর”—আজ ০১ জুন,২০২৩ খৃষ্টাব্দের শুভক্ষণে
আমার জীবনের ১ম আনুষ্ঠানিক কর্মস্থল(অক্টোবর,২০১৩ হতে নভেম্বর,২০১৪ পর্যন্ত মোট=১৩ মাস)
সীতাকুণ্ড হযরত খাজা কালুশাহ(রহ.) সুন্নিয়া আলিম মাদরাসার কালুশাহ মাদরাসা অফিসিয়াল উপাধ্যক্ষ(ভাইস প্রিন্সিপাল) পদে যোগদান করায় সালাম,শ্রদ্ধা,অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
উল্লেখ্য আমার হুজুর,এশিয়া বিখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী(কামিল হাদিস-১৯৯২ ব্যাচ),বাকলিয়াস্থ মিয়াখান সওদাগর জামে মসজিদের দীর্ঘদিনের সুযোগ্য খতিব এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত,বাকলিয়া থানা সভাপতির দায়িত্বে আছেন।
মদীনাতুল আউলিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের সৈয়্যদ বাড়ীতে জন্ম গ্রহণকারী এই কৃতি ব্যক্তিত্ব “আহলে সুন্নাত ওয়াল জামাআত” এর একজন নির্ভরযোগ্য পরীক্ষিত সৈনিক।
আল্লাহ তায়ালা আমার হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে দ্বীনি ও প্রাতিষ্ঠানিক খিদমত আন্জাম দেয়ার তাওফিক নসিব করুন।