নিজস্ব প্রতিবেদকঃ
আজ রবিবার ভোর ৫.৩০ মিনিট সময়ে শায়েস্তাগজ্ঞ-হবিগজ্ঞ বাইপাস সড়কের নিকটস্হ কলিমনগর গরুর বাজারের নিকটে সিএনজিকে বিপরীত দিক থেকে আসা মর্ডাণ পরিবহন নামক বাসের সাথে মূখোমুখি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্হলেই ৩ জনের মৃত্যু হয়। জানা যায় নিকটস্হ থানায় মামলার প্রক্রিয়া চলছে।