সৈয়দ ওমর ফারুক,প্রতিবেদকঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার আহমদ ছফার ছেলে মোহাম্মদ আকিল (১৬) সে ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এই বয়সে তার যেখানে ঘোরাঘুরি খেলাধুলা সহ পড়ালেখায় ব্যস্ত থাকার কথা । সেখানে দুঃসহ যন্ত্রণায় বাঁচার তাগিদে হাসপাতালের বেডে সুস্হতার প্রত্যাশায় সময় কাটাতে হচ্ছে তাকে। তার পরিবার সুত্রে জানা যায়। আকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।এখন তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। প্রতিস্হাপন করতে হবে কিডনি।এতে সার্বিক ব্যয় হবে ১৫ লাখ টাকা। আকিলের বাবা আহমদ ছফার নুন আনতে পান্তা ফুরোনোর অবস্হা। ছেলের সুচিকিৎসার জন্য এই বিপুল পরিমাণের অর্থ যোগার করা আদৌ তার পক্ষে সম্ভব নয় বিধায়, একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে দেশের সরকারী-বেসরকারী বিত্তবান দানশীল আপামর জনতার কাছে এবং মানবতার কল্যাণে কাজ করা বিভিন্ন মানবিক সংগঠনের নিকট আমার আকুল আবেদন। আমার সন্তানকে বাঁচানোর মালিক ১ম আল্লাহ,২য়তে দেশের মানবিক সমাজ। সাহায্য পাঠানোর ঠিকানাঃ আহমদ ছফা, হিসাব নং ২০৫০২৯৪০২০১৫৩৭১০১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কেরানীহাট শাখা।এছাড়া বিকাশ,নগদ,রকেটে পাঠাতে চাইলে ১০৮২২২৭৮১১১, ০১৯৬৫৮৯৭৭৬৯ নাম্বারে পাঠাতে পারেন। সালামান্তে আহমদ ছফা।