কারাগারে ২৬ আসামির ফাঁসির রায় কার্যকর করা জল্লাদ শাহজাহান এখন মুক্তি পেয়েছেন।গতকাল রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সু্ভাষ কুমার ঘোষ।কারা সুত্রে জানা যায়,তাঁর পুরো নাম শাহজাহান ভুঁইয়া। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মরহুম হাসেন আলীর ছেলে। ৭৩ বছর বয়সী শাহজাহান ব্যক্তিগত জীবনে অবিবাহিত।তাঁর কয়েদি নম্বর ২৫৮৯/এ।মুক্তির আগ পর্যন্ত তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ ছিলেন।কারা কর্তৃপক্ষ জানায়,১৯৯১ সালে গ্রেপ্তার হয়ে প্রথমে মানিকগজ্ঞ জেলা কারাগারে ছিলেন।এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় তাঁকে। সর্বশেষ তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। এর মধ্যে তিনি ১০ বছর পাঁচ মাস ২৮দিন মওকুফ পেয়েছেন।