নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগন্জ্ঞের সোনারগাঁও আবাসিক এলাকার চার হাজার অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।গতকাল উপজেলার দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে চারটি গ্রামের প্রায় চার হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় আট কিলোমিটার এলাকার অবৈধ পাইপ,রাইজার ও রেগুলেটর জব্দ করেন জেলা প্রশাসকের কার্যলয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। তিতাস গ্যাস সোনারগাঁর মেঘনাঘাট এলাকার ব্যবস্হাপক মনিরুজ্জামান বলেন,সোনারগাঁর বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করায় সরকার কোটো কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্হা নেওয়া হবে।