চট্টগ্রামে শত শয্যা “এম.এ মালেক ডায়ালিসিস সেন্টার” বাস্তবায়ন ও কিডনি রোগিদের বিভিন্ন সেবা বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরের পার্কভিউ হাসপাতাল মিলনায়তনে চট্টগ্রাম কিডনি রোগী কল্যাণ সংস্থার আয়োজনেএই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ও চট্টগ্রাম শত শয্যা এম এ মালেক ডায়ালিসিস সেন্টার বাস্তবায়ন কমিটির আহবায়ক ওয়াহেদ মালেক। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম।
মত বিনিময় সভা ও ঈদপূণমিলণী অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জাহেদুল হক।
সভায় বক্তারা বলেন, জ্বর বা অন্য কোনো রোগ হলে নিরাময়ের সুযোগ আছে। এমনকি ক্যান্সার রোগ হলেও আজ এর থেকে নিরাময়ের উপায় বের হয়েছে। কিন্তু কিডনি রোগে কেউ আক্রান্ত হলে তার মৃত্যু ব্যতিত আর কোনো নিস্তার নেই। বর্তমানে আমাদের দেশে কিডনি রোগীর সংখ্যা আশংকা জনক হারে বেড়েই চলেছে।
বক্তারা আরও বলেন, কিডনি রোগীদের সেবা ও চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। বিত্তবানরা যদি এগিয়ে আসেন কোনো কিডনি রোগী আর বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে হবে না।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামালুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের স্থায়ী সদস্য ও বাংলাদেশ কৃষি ব্যাংক লি. এর সাবেক ডিজিএম আবুল মোবারক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার আহছান হাবিব, সংগঠনের সাবেক সহসভাপতি মো. ইব্রাহিম, পার্কভিউ হাসপাতালের প্রতিনিধি নেজাম উদ্দিন পাটোয়ারি, মো. আরিফ, মোহাম্মদ হোসাইন, সংগঠনের স্থায়ী সদস্য এডভোকেট আনোয়ার চৌধুরী, এম.এ মাসুদ, মোহাম্মদ আবু মূছা, শফিক আহমেদ সাজিব, মোহাম্মদ নূর উদ্দিন ও মোহাম্মদ ফোরকানসহ আরও অনেকে।##