শিউলী মালা প্রতিবেদকঃ আহারে জীবন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান
আজ সকালে ঝালকাঠি ধানসিঁড়ি ছত্রকান্দায় বরিশাল টু পিরোজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে নিহত ১৫ আহত ২০,উদ্ধার অভিযান এখনও চলছে।
হে আল্লাহ, এরকম তুমি মৃত্যুর মিছিলে আর কাউকে সামিল করো না, কিভাবে এত বড় আঘাত সইবে
হে মহান সৃষ্টিকর্তা পরিবার গুলোকে শোক সহিবার শক্তি দাও।