[ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ] যার চলে যায় – সে বুঝে হাই হারানোর কি যন্ত্রনা।ছোট্ট শিশুটি বায়না ধরেছিল বাবার সাথে ঘুরতে যাবে। চর্থুদিকে অথৈ পানিতে নৌকা পারাপারের সময় স্রোতের তান্ডবে নৌকা উল্টে অন্যান্য যাত্রীসহ শিশু টি পানির স্রোতে ভেসে যায়। এই শোক সইবার নয়।শোকের যন্ত্রনায় বাকরুদ্ধ সাতকানিয়া-কাঞ্চনা (পশ্চিম) ইউনিয়নের মিয়া বাড়ি ও আশ-পাশ এলাকা। হে জীবন মৃত্যূর মালিক মা-বাবা,পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনসহ সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন- আমিন।