শাকির হায়দার প্রতিবেদকঃ ২৪ আগষ্ট, বৃহস্পতিবার ভোরবেলা ০৫:১৫ ঘটিকায় গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে দ্রুতগতির অজ্ঞাত ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য মোঃ বিপ্লব প্রামাণিক নিহত-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, বিপ্লব প্রামাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মৃত আসমত আলী’র পুত্র। প্রতিদিনের ন্যায় তিনি কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে পুরাতন জেলখানা মোড়ে রাস্তা পারাপারের সময় সুন্দরগঞ্জ গামী একটি বেপরোয়া ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। ঘাতক ট্রাকটি দ্রুত ঘটানাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান, ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
নিহত পুলিশ সদস্য বিপ্লব প্রামাণিক এর অকাল মৃত্যুতে জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।