এম জাফর ইকবাল তালুকদার
ব্যুরো চীফ, চট্টগ্রামঃ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত দুঃস্বপ্ন দেখছে। তাদের সেই দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না, ষড়যন্ত্র ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ‘মেজর জিয়া বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত ছিল,পরবর্তীতে ক্ষমতায় এসে হত্যার রাজনীতি প্রতিষ্ঠা করে আজ তারাই গণতন্ত্রের কথা বলছে। তাদের কাছে প্রশ্ন ‘৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী কি নিরপেক্ষ নির্বাচন ছিল? আজ তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে, তাদের এই আন্দোলন কখনো সামনের দিকে এগিয়ে যাবে না। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে গিয়ে ধর্না দিচ্ছে। সব ষড়যন্ত্র ছেড়ে তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। যাদের উপর ভর করে তারা ক্ষমতার স্বপ্ন দেখেছিল তারাও আজ মুখ ফিরিয়ে নিয়েছে।’
গত শনিবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খাঁন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিজ, উপ পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোলায়মান তালুকদার,দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর, সহ সভাপতি এম.এ হাশেম, মো. শাহেদুর রহমান শাহেদ, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, মিজানুর রহমান সেলিম, তৌহিদুল ইসলাম রহমানী, মোশাররফ হোসেন, মোহাম্মদ ইউসুফ, আবদুল মালেক খান, সোহেল মোহাম্মদ মঞ্জু, এসএম কৈয়ম উদ্দিন, এড. আবুল ফয়েজ চৌধুরী, ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, এড. রোকনুজ্জামান মুন্না, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শফিউল আলম লিটু, আবু জায়েদ বিন কাশেম, দপ্তর সম্পাদক উজ্জল ধর, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ টিপু,প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রশীদুল আবেদীন চৌধুরী সাজিদ, , যুব ও ক্রিড়া সম্পাদক ইমরান চৌধুরী, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টিপু, এড রাশেদ খান মেনন, পরিবেশ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন আমেরী, উপ প্রচার সম্পাদক আব্দুল আলীম,নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম,ওমর ফারুক,এরশাদাদু আলম প্রমুখ।