বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
৯৫ বছরে এক মিনিটের জন্যও বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত যে মসজিদে! এবার নায়িকা জয়া আহসানের চার সেকেন্ডের ভি’ডি’ও অ’নলাইনে ভা’ইরা’ল রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যা মামলায় আসামি গ্রেফতার কিডনি রোগী কল্যাণ সংস্হার ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের প্রস্তুতি সভা সম্পন্ন। গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা মাথার খুলি-হাড়দন্ড ও কালা যাদুর বই সহ একজন প্রতারক গ্রেফতার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এশিয়ানহাইওয়ে সড়কে কোনক্রমে থামছে না নিষিদ্ধ যানবাহন নেত্রকোণা জেলায় সড়ক দুর্ঘটনায় ফটো সাংবাদিক নিহত এক,আহত দুই। শহর চট্টগ্রামের নাম কিভাবে এলো! আস্তাগফিরুল্লাহ আমরা সন্দ্বীপবাসির উদ্যোগে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে চট্টগ্রাম জেলা পরিষদ ঘেরাও

শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি ও জন্মাষ্টমী উদযাপনে গাইবান্ধায় র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রা

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ Time View

 

শাকির হায়দার: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপনে বিশ্ব শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় গাইবান্ধায় র‍্যালি, মঙ্গল শোভাযাত্রা, পদাবলী কৃর্তন ও কৃষ্ণপুজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা পৃথক পৃথক ব্যানারে অংশ গ্রহন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট গাইবান্ধা জেলার সহযোগিতায় বুধবার শহরের ভিএইড রোড শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ী মাতৃমন্দির অঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এসে শুরুস্থলে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুশান্ত কুমার মাহাতো।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এ্যাপস ইব্রাহিম হোসেন, গাইবান্ধা সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার তরুন কান্তি দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য, ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা সভাপতি রনজিৎ বকসী সূর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক শ্রী সুদের চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট গাইবান্ধা সহকারী পরিচালক হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সহ সভাপতি এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, প্রফেসর সমীর কুমার সরকার, ইসকন প্রচার কেন্দ্র গাইবান্ধা পরিচালক প্রভু নরোত্তম নন্দ দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট সদস্য আলমগীর কবির বাদল, পুজা উদযাপন পরিষদ সদর উপজেলার সদস্য সচিব মানিক চৌহান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কামনাশীষ দেব বুলেট, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার যুব বিষয়ক সম্পাদক পলাশ চাকী, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অভি, ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি সৌমিত্র বকসী সৌমিক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন গোপাল চন্দ্র পাল।

সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদ্‌যাপন উপ-কমিটি, গাইবান্ধা জেলা আহ্বায়ক বিমল চন্দ্র সরকার।

সঞ্চালনা করেন- পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা সদস্য সুজন প্রসাদ।
শেষে ভক্তদের মাঝে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

সন্ধ্যায় পদাবলী কৃর্তন ও কৃষ্ণ পুজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার ধর্মীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

One thought on "শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি ও জন্মাষ্টমী উদযাপনে গাইবান্ধায় র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022 Coder Boss

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102