শাকির হায়দারঃ গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুদার রহমান সরকারের অসরজনিত বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জেলা প্রাণিসম্পদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা ট্রেনিং অফিসার ডাঃ রহমতউন নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুদার রহমান সরকার, ডাঃ উমর ফারুক, ডাঃ আলতাফ হোসেন, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ জহিরুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি শামীম আল সাম্য, তরুণ কুমার দত্ত, রেবা বেগম, আবদুল্লাহ হেল কাফী, বিপ্লব হোসেন, সাদীয়া আফরীন, রানা মিয়া,
রহিম বাদশা, সাবেদ আলী, আব্দুল লতিফ।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, লুনা আফরোজ, আসাদুজ্জামান মামুন, ফয়সাল রহমান জনি, মাসুম লোমেন, ফারহান শেখ, এস এম বিপ্লব ইসলাম, রিক্ত প্রসাদ, এস এম শাকির হায়দার, শামসুজ্জোহা, লালচান বিশ্বাস, আনোয়ার ইসলাম প্রমুখ।
very nice put up, i actually love this web site, keep on it