রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৷
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সুমন হত্যাকাণ্ডের সাথে জড়িত।
আদমজীনগর কার্যালয় থেকে সোমবার (২ অক্টোবর) প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯) ও একই এলাকার রঙ্গু বেপারীর ছেলে মো. আরমান (৩৫)।
১৮ সেপ্টেম্বর মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রী সুমনের লাশ দেখতে পায় এলাকাবাসী। গলার নীচে, সামনে, গলার বাম পাশে, বুকের বাম পাশে, বাম হাতের জয়েন্টের উপর, বাম হাতের বাহুতে, কাধের ডান পাশে পিছনে, পিঠের ডান পাশে কোপাইয়া গুরুতর আহত করলে, নিহত সুমন বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে এসে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-৫০,
পরে র্যাব-১১ এর চৌকশ গোয়েন্দা টীম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাকত আসামী মো. আরমান ও সেতুলকে সনাক্ত করতে সক্ষম হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই ঘটনায় হাসান, সোহাগ এবং রফিকে গ্রেপ্তার করা হয়েছিল।
It’s very informative Blog, it’s more helpful to us thanks for sharing keep it up!!! Here is my site