মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেরোইনসহ সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৪ অক্টোবর বুধবার উপজেলার পূর্বাচল জয়বাংলা চত্ত্বর এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশের এসআই পরেশ বাগচী ও তার সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সুমনের কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিভিন্ন অপরাধ মূলক ৫ টি মামলা রয়েছে। সুমন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকার সোনা মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে সুমন মিয়া নামক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে৷
thx,bro I really like your writing thanks https://life-pay.ru/
love nice article bro,, bro I really like your writing thanks gilaspin88
thanks uy, bro I really like your writing thanks slot dana 5000
There is obviously a lot to realize about this. I consider you made certain good points in features also.굿모닝토토