শাকির হায়দারঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নাকাইহাট-গোবিন্দগঞ্জ রোডের গোডাউন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ দাফন কার্য সম্পন্ন হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের সার্বিক সহযোগিতায় আঞ্জুমান মফিদুল ইসলাম, গাইবান্ধা এবং গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে।
জানাযায়, ৭ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নাম পরিচয়হীন আনু- ৬০ বছর বয়সের এক মহিলা নিহিত হন।পরে খবর পেয়ে হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রেের ইনচার্জ নুর আলম সিদ্দিকের সহযোগিতায় নিহত মহিলার মরদেহটি হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায।
আজ ৮ অক্টোবর, রবিবার গাইবান্ধা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে দুপুরে গাইবান্ধা পৌর গোরস্থানে নিহত ওই মহিলার নামাযে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম সিদ্দিক, আন্জুমান মফিদুল ইসলাম, গাইবান্ধার উপ-পরিচালক শাহজাহান খন্দকার, গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি এ কে এম সালাহ উদ্দিন কাশেম, সাধারণ সম্পাদক কায়ছার প্লাবন সহ সংস্থার অন্যান্য সদস্যরা।
wow,, bro I really like your writing thanks link gilaspin88
I have learn some good stuff here. Certainly price bookmarking for revisiting. I surprise how a lot attempt you set to make one of these great informative site.메이저사이트