শাকির হায়দারঃ গাইবান্ধার পলাশবাড়ির ইউপি সদস্য বাদশা মিয়া হত্যা মামলার প্রধান আসামি পাপুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার, ৯ অক্টোবর সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী।
নিহত বাদশা মিয়া ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়া তিনি বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।
ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আসামি পাপুলকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত পাপুল গ্রেপ্তার এড়াতে নিজের চুল-দাঁড়ি কেটে চেহারার পরিবর্তন করেছিলেন।
স্থানীয়রা জানায়, পলাশবাড়িতে রাতে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা কয়েকজন যুবককে প্রহরী হিসেবে নিয়োগ করে। সিদ্ধান্ত নেওয়া হয়, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।
গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টার দিকে এই কারণে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন খায়রুল নামের এক প্রহরী। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে যান ইউপি সদস্য বাদশা মিয়াসহ অন্যান্যরা। এ সময় বাদশা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা ও তর্কে জড়িয়ে পড়েন পাপুল। এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়ার বুকে এলোপাথারি আঘাত করেন। এসময় স্বপন ও সবুজ নামে দুই ভাই পাপুলকে আটকাতে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
nice. bro I really like your writing thanks
You should take part in a contest for one of the most useful websites on the web.