মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া থেকে হাটাবো হান্ডি মার্কেট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় শত কোটি টাকার জায়গা প্রভাবশালীদের দখলে। স্থানীয় প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে মোটা অঙ্কের অর্থের বিনিময় দখলসত্ত্ব হস্তান্তর করছে বলেও অভিযোগ রয়েছে।
শীতলক্ষ্যা নদীর তীর ঘেষা পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ জায়গা দখলে করে বসত-বাড়ি, দোকান-পাটসহ পাকা স্থাপনা গড়ে তুলেছে স্থানীয়রা। আবার অনেকে বালু-মাটি দিয়ে ভরাট করে রাতারাতি বহুতল পাকা ভবনও গড়ে তুলছে। পানি উন্নয়ন বোর্ডের খাল ও ক্যানেল দখল হওয়ায় বিঘ্ন ঘটছে কৃষি কাজে৷ তিন ফসলী জমিতে কোনো সময় জলাবদ্ধতা আবার কোনো সময় পানির অভাবে ফসল ফলাতে পারছেনা এ এলাকার কৃষকেরা। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবগত করলেও এর কোনো প্রতীকার মিলছেনা। বছরের পর বছর অতিবাহিত হলেও এসব জায়গা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আতলাশপুর ও কাঞ্চন মৌজায় আতলাশপুর এলাকার আওলাদ হোসেনের ছেলে কাউছারের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছে এনডিই রেডিমিক্স নামক এক কোম্পানি। শুধু তাই নয় এ প্রভাবশালী কাউছারের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা বালু ভরাট করে দখলে নিচ্ছে । এভাবে ওইসব এলাকায় সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে স্থানীয়রা। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, যারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল মুক্ত করা হবে।
안전놀이터When I was done, I was astonished beyond belief. I’m interested in reading more articles of this nature. Thank you!