শাকির হায়দারঃ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই (কুঠিপাড়া) গ্রামের মৃত জামাত আলীর পুত্র রঞ্জু মিয়া প্রতিপক্ষদের দ্বারা বেআইনিভাবে জমি দখলের শিকার হয়েছেন।
আজ সকালে ভুক্তভোগী ফিরোজ কবির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা বলেন। তিনি বলেন, একই উপজেলার পূর্ব কোমরনই জুম্মা পাড়া গ্রামের শাহাবুদ্দিন ভোটকার ছেলে ফরিদুল ও ফারুক মিয়া বেআইনিভাবে আমাদের নিজ স্বত্বখলীয় জমি দখলের পায়তারা করে আসছিলো। উক্ত জমি আমরা বংশানুক্রমে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত নিরঙ্কুশ ভাবে ভোগ দখল করিয়া আসিতে থাকাকালে জরিপ কালে ভুলবশত ১নং খাস খতিয়ানে রেকর্ড ভুক্ত হয়। পরে আমরা রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করিয়া উক্ত জমি আমাদের নামে বিআরএস খতিয়ানভুক্ত প্রস্তুত করিয়া দেওয়ার আদেশ দেয়। এরপরেও প্রতিপক্ষ ফরিদুল ইসলাম গংরা বেআইনিভাবে আমাদের উক্ত জমি বেদখলের পাঁয়তারা করিয়া আসিতে থাকাকালে গত ২৮ জুন ২০২০ ইং তারিখে প্রতিপক্ষরা আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও খুন যখমের হুমকি প্রদান করিয়া আসিতেছে। এ বিষয়ে আমরা গাইবান্ধা সদর থানায় প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, এরপরেও ভূমিদস্যু ফরিদুল ও ফারুক মিয়া এবং তার সহযোগীরা আমাদের উক্ত জমি বেআইনি ভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে, পাশাপাশি মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভীতি প্রদর্শন করিতেছে।তাদের ভয়-ভীতিতে ভীতু সন্ত্রস্ত হইয়া আমরা মানবেতর জীবন যাপন করিতেছি। যেকোন মুহূর্তে তারা আমাদের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে। এমতাবস্থায় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রঞ্জু মিয়া, কহিনুর বেগম, শাহজাহান মিয়া, গোলাপি বেগম, জবা বেগম ও ফিরোজ কবীর সহ অন্যান্যরা।
I was suggested this web site by my cousin. I’m not sure whether this post is written by him as no one else know such detailed about my trouble. You are incredible! Thanks!