যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতায় বেড়াতে যান তাদের জন্য কলকাতার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া:
১. হাওড়া ব্রীজ, হাওরা
২. ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক
৩. সায়েন্স সিটি
৪. নিউমার্কেট এরিয়া, নিউ মার্কেট
৫. কফি হাউজ, নিউ টাউন
৬. ইকো পার্ক, নিউ টাউন
৭. ইন্ডিয়ান জাতীয় জাদুঘর, নিউ টাউন
৮. ইন্ডিয়ান মিউজিয়াম, নিউ মার্কেট
৯. জোড়া সাকো – রবীন্দ্রনাথের বাড়ি।
১০. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বড় বাজার।
১১. নাখোদা জামে মসজিদ, বড় বাজার।
১২. বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট, নিউ টাউন
১৩. রবীন্দ্র তীর্থ, বিশ্ব বাংলা গেট।
১৪. বড় বাজার পাইকারি মার্কেট।
১৫. ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার
১৬. ইডেন গার্ডেন স্টেডিয়াম।
১৭. জেমস প্রিনসেপ ঘাট, স্ট্রান্ড রোড
১৮. মিলেনিয়াম পার্ক, স্ট্রান্ড রোড
১৯. সেন্ট পলস ক্যাথেড্রাল,
Thank you for sharing!메이저놀이터