বিশেষ প্রতিনিধিঃ
১৮ নভেম্বর ২০২৩ সকাল ১০ টা থেকে শুরু হয়। এতে ১৪ টা স্কুল অংশ গ্রহন করে মোট শিক্ষার্থী ছিল ১৭০ জন। ৫ জন অনুপস্থিত ছিল। পোগ্রাম পরিচালনা করেন নবজাগরণের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পরিচালক – হাফেজ আজিজুল হক সিনিয়র সহ-সভাপতি আবদুল কুদ্দুস সহ-সভাপতি মুহাম্মদ আবদুল আলী।
এতে উপস্থিত ছিলেন উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এন এম মুহাম্মদ শহিদুল্লা স্যার বাতাকান্দি স্কুলের প্রধান শিক্ষিকা লুতফুর নাহার, মাষ্টার আবুল কাশেম, ওসমান গণি উত্তর গোরকাটা মেম্বার হুমায়ুন কবির সুমন ও উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নবজাগরণ সদস্য মোঃ আবদুল্লা আল নোমান মোঃ আবদুল্লা আল ফোরকান, জাকের মিয়াজি, মোঃ হাসান মুরাদ, মোঃরাকিব, মোঃ নোমান, মোঃ জাসাদুল ইসলাম জাবেদ, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রিপন, মোঃ শাকিল, মোঃ আরাফাত, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ রবিন, মোঃ মাছুম , মোঃ রুবেল , মোঃ আবু সুফিয়ান মির্জা, মোঃ একরাম, মোঃ রাজু মোঃ স্বপন ও মোঃ রবিন প্রমুখ।
I have read some excellent stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how much effort you put to make the sort of excellent informative website.