চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কোতোয়ালী রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজ এলাকায় ৩ কেজি গাঁজা নিয়ে বাবুল সরকার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (৬ মে ২০২৪) রাত ৮ ঘটিকার সময় নগরীর রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় হয়েছে।
গ্রেফতারকৃত-বাবুল সরকার (৩৬) কুমিল্লা জেলার মাধবপুর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার এরশাদ সরকারের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওবাইদুল হক বলেন,
কোতোয়ালী রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজের সামনে পুলিশি তালাশি চালিয়ে বাবুল সরকারের হেফাজতে থাকা বস্তার ভিতর থেকে পলিথিন মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনের আওতায় মামলা রুজু করে চট্টগ্রাম নগরীর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.