৪ দিন ধরে চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় পড়ে আছে একটি গাড়ি। তবে সেটি যেনতেন কোনো গাড়ি নয়, নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি। ল্যান্ড রোভার গাড়ি। তবে এত দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে একই স্থানেই গাড়িটি পড়ে থাকতে দেখে খুলশী থানাকে জানায় স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে জানা গেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।
তিনি জানান, ৪ দিন ধরে গাড়িটি এখানেই পড়ে আছে। দাঁড়ানো দেখে সন্দেহ হয় ব্যবসায়ীদের। এরপর খুলশী থানাকে জানালে তাতক্ষণিক গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে বিআরটিএর মাধ্যমে বিস্তারিত জেনে জানানো হবে। অনুসন্ধান করে জানা গেছে গাড়িটি ঢাকার গুলশান-২ এর ও এন্ড এম সলিউশন বাংলাদেশ লিমিটেডের নামে ঢাকার উত্তরা বিআরটিএতে রেজিস্ট্রিকৃত। (সংগৃহীত)
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.