1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, আরে লাল লাল নীল নীল বাত্তি দেইখ্যা নয়ন জুড়াইছে…

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

 

শাম্মী আখতার
চলচ্চিত্র ও আধুনিক গানের শিল্পী
২২ সেপ্টেম্বর ১৯৫৫ ~ ১৬ জানুয়ারি ২০১৮

শাম্মী আখতার ১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি বেড়ে উঠেছেন খুলনায়। ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তাঁর হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। তাঁর বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। যার মধ্যে রাজবাড়ী ও খুলনায় সংগীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার কাছে।

১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। সেখানে আধুনিক গানের পাশাপাশি নজরুল সংগীত পরিবেশন করতেন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা তাঁকে ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। এতে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তাঁর গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’।

তিনি প্রায় ৪০০টি ছবিতে প্লেব্যাক করেছেন। তার গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে।। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানের জন্য ২০১০ সালে শাম্মী আখতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

২০১৮ সালের ১৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আজ এই গুনি শিল্পীর জন্মদিন আজকের এইদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

শাম্মী আখতারের কিছু উল্লেখযোগ্য গানঃ
# ঢাকা শহর আইসা আমার – অশিক্ষিত (১৯৮০)
# আমি তোমার বধু, চিঠি আসবে জানি আসবে – আরাধনা (১৯৭৯)
# খেলিব প্রেমের পাশা – বিরহ ব্যাথ্যা (১৯৮৯)
# তুমি আমার বন্ধু – পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)
# ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
# বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না
# মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান
# এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়
# আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না
# খোদার পরে তোমায় আমি বড় বলে জানি
# আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss