তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শনিবার সকাল ১১টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আলমগীর নূর। এতে প্রধান অথিতি ছিলেন দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রিপন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন আজম খান, আতিকুর রহমান, ইকবাল হোসেন, মনিরুজ্জামান টিটু, হাজী আবদুর রহিম, মো. শফিকুর রহমান, আলাউদ্দিন, জান্নাতুন নঈম চৌধুরী রিকু, এডভোকেট ফরিদা আক্তার, পারভিন আক্তার চৌধুরী, কামরুন নেসা, হান্নান রহিম তালুকদার, মো. আব্দুল সাত্তার, মাওলানা নুরুল আবছার কাদেরী, স্বপন শিকদার, ইলিয়াস শিকদার, মো. হোসাইন বাপ্পি, ডা. আবদুল্লাহ, মোহাম্মদ মুছা, ইঞ্জিনিয়ার মাজেদুল, ইঞ্জিনিনিয়ার লোকমান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ দেলোয়ার হোসাইন সাইদ, মোঃ শিপন, মো. আজাদ, নূর হোসেন, নুরুল করিম, মোহাম্মদ তুষার, নারী নেত্রী শারাবান তাহুরা কলি, শাজেদা ইয়াসমিন, খাদিজা বেগম, রেখা আকতার, খুরশিদা বেগম, সুফিয়া খাতুন, নাছিমা আকতার, রেশমি আকতার মিম, সুনিয়া সলতানা,তানজিলা আলম, সায়রা বেগম প্রমুখ।বক্তারা বলেন, তারেক রহমানের রাজরীতি ও দর্শন তরুন প্রজন্ম ও সারা বিশ্বে ছড়িয়ে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছেন। এ সংগঠনের যাত্রা শুরু ১২ অক্টোবর-২০০৭, সুদীর্ঘ ১৭ বছর আগে চট্টগ্রাম থেকে শুরু হলেও এখন সারা দেশে এ সংগঠন সাংগঠনিক কাঠামো রয়েছে।
বাংলাদেশী জাতীয়তাবাদ চেতনা ও প্রচার নির্ভর কল্যাণমুখী, উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাপনা বিনির্মানের প্রয়াশে,শহীদ জিযার বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত কালোত্তীর্ণ অনুপম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ‘বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের দর্শন’ তরুণ সমাজ, নতুন প্রজন্ম সর্বোপরি আগামী প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে উদ্ভাবনশীল জ্ঞানভিত্তিক পরিশীলিত ব্যক্তিস্বার্থহীন নতুন ধারার রাজনীতি চর্চার চেতনা জাগ্রত করার মাধ্যমে ‘ রাজনীতি’কে গণমানুষের সর্বোচ্ছ আকাংখায় উন্নিত করার লক্ষ্যে ৪৭ তফা লক্ষ্য-উদ্দেশ্য-কর্মসূচী নিয়ে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু। এ সংগঠন আমাদের প্রথাগত রাজনীতির বাইরে রাজনীতি চর্চার পরিশীলিত রূপ।
এ সংগঠন ব্যক্তি তারেক রহমানকে নিয়ে কোন ধরণের গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়। পুরো দেশবাসী জানে, তারেক রহমান একুশ শতকের বাংলাদেশের বিশাল রাজনৈতিক অঙ্গণে তথা উপমহাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে তৃণমূল গণমানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ক্ষমতায়নের এবং তারুণ্য নির্ভর গণমুখী রাজনৈতিক দর্শন’ উপহার দিয়েছেন। মূলতঃ রাজনীতি বিমুখ দেশের বিশালাকৃতির শিক্ষিত তরুণ, আগামী প্রজন্ম তথা দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে শহীদ জিয়ার কালজয়ী রাজনীতি সচেতন করে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে তারেক রহমানের তৃণমূল রাজনৈতিক দর্শন এর চর্চা, গবেষণা তথা অনুশীলনে একিভুত করে দেশের ব্যাপক গণ-মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার যে সাংগঠনিক প্রক্রীয়া ; সে প্রক্রীয়ারই প্রতিশব্দ এবং প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে ” তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ। যেহেতু, একুশ শতকের বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল তথা প্রান্তিক গণমানুষের ক্ষমতায়ন ও তরুণ এবং আগামী প্রজন্মের রাজনৈতিক দর্শন তত্ত্বের উদ্ভাবক জনাব তারেক রহমান সেহেতু ” তারেক রহমানের নামে গবেষণা কেন্দ্রের নামকরণ তরুণ প্রজন্মের রাজনীতির সাহসী ঠিকানা হিসেবে দিকনির্দেশনার প্রতিকীরূপ।
বার্তা প্রেরক-
নুরুল ইসলাম রিপন
সাংগঠনিক সম্পাদক,
কেন্দ্রীয় কমিটি।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.