শোক সংবাদ : মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ কাপ্তাই শাখার সভাপতি,কাপ্তাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২১ অক্টেবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে জার্মানির মিউনিখের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আবুল কালাম আজাদ দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কাপ্তাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় কাজ করেন। তিনি কাপ্তাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি কাপ্তাইয়ের ড্রাগন স্পোটিং ক্লাব, কাপ্তাই রাইফেল ক্লাব, কাপ্তাই শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন ক্রিড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সাংবাদিক আবুল কালাম আজাদের স্ত্রী কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব ১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মনোয়ারা বেগম (ময়না)এবং একমাত্র কন্যা কম্পিউটার প্রকৌশলী মারজানা তাহমিদ বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ চেয়ারপার্সন এডভোকেট Alena Khan ও মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি জানান গভীর সমবেদনা।তাঁরা মানবাধিকার অংগনে তাঁর ব্যাপক অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।