❤৮০'র দশকের টপ টেন টিভি অভিনেত্রী বাংলাদেশের টেলিভিশন নাটক জনপ্রিয়তা লাভ করতে ও দর্শকদের কাছে পৌঁছাতে শুরু করে ৮০ এর দশকে এসে ৷ কারণ তখন শুধুমাত্র একটাই চ্যানেল বিটিভি ছিল আর তাই দর্শক অপেক্ষায় থাকতো ভালো ভালো গল্পের ও অভিনয়সমৃদ্ধ নাটক দেখার জন্য ৷ আর এই সুনির্মিত নাটকের বদৌলতে দেশের টেলিভিশন জগত পেল বেশ কিছু জনপ্রিয় ও সুঅভিনেত্রীদের ৷ তাদের মধ্যে ৮০ এর দশকের শীর্ষ ১০ জনপ্রিয় টিভি অভিনেত্রীদের নিয়ে আজকের এই বিশেষ ফিচারটি তাহলে দেখে নিন এক নজরে৷
সেরা ১০ টিভি অভিনেত্রী ১.সুবর্ণা মোস্তফা ২.ডলি জহুর ৩.নায়লা আজাদ নূপুর ৪.শম্পা রেজা ৫.প্রিসিলা পারভীন ৬.আফরোজা বানু ৭.শান্তা ইসলাম ৮.তারানা হালিম ৯.লুৎফুন নাহার লতা ১০.নাহিদ ফেরদৌস মেঘনা
যাহোক, এবার তাহলে কমেন্টবক্সে জানিয়ে দিন ৮০ এর দশকের সেরা ১০ টিভি অভিনেত্রীদের মধ্য থেকে কোন কোন অভিনেত্রী আপনাদের সবচেয়ে পছন্দ ছিল এবং বর্তমানেও রয়েছে ৷