মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ গ্রহন করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। শপথ পড়িয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি (এলজিআরডি) উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
সিটি মেয়র হিসেবে শাহাদাতের মেয়াদ কত হবে এর জবাবে উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয়ের আইনি পরামর্শ নিয়ে এক্ষেত্রে মেয়াদ নির্ধারন করা হবে।
সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের সভাকক্ষে শপথ গ্রহনের শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়েছে। এরপর, এলজিআরডি উপদেষ্টা বলেন, অধ্যাদেশের পর বাতিল হওয়া বাকি ১১টি সিটির মেয়র হিসেবে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রশাসন থেকে মেয়র নিয়োগ দেওয়া হবে। আর চট্টগ্রাম সিটিতে অপসারিত কাউন্সিলরদের দায়িত্ব পালন করতে ১৭ সদস্যের কমিটি করা হয়েছে। তাঁরা দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা বলেন, এই অন্তবর্তী সরকার ছাত্র জনতার আত্মাহুতির মাধ্যমে দায়িত্ব পেয়েছে। মেয়রও এমন পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছেন। তাই আগের ধ্যান ধারনা পেছনে ফেলে নতুন মেয়র চট্টগ্রাম সিটির মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেন। জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম সিটি দেখতে চাই। নাগরিক সুবিধা যাতে সবাই পায়।
চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, আইনি লড়াই জিতে দায়িত্ব পেয়েছি। সিটি হিসেবে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বাচলে বাংলাদেশ বাচঁবে। জিডিপিতে বড় অবদান চট্টগ্রামের। এই শহরের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। প্রধান উপদেষ্টা এদিকে নজর দেবেন। রাস্তাঘাট, জলাবদ্ধতা দূর করা হবে। যদিও জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ১১ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ করছে। নগর সরকার এই প্রকল্প নিয়ে কাজ করলে সেবা ও উন্নয়ন আরও পরিকল্পিতভাবে হবে বলে জানিয়েছেন তিনি।