সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরতে যাচ্ছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্পের বর্তমান বয়স ৭৮ বছর। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী এবং সর্বজ্যেষ্ঠ প্রেসিডেন্ট।এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।এখন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার পথচলা শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন,”আমি যুদ্ধ শুরু নয়, সব যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি”।তিনি বিশ্বজুড়ে গণতন্ত্র রক্ষায় ও বিশ্বে মানবজাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমরা আশাবাদী।আপনাকে অভিনন্দন প্রিয় বিশ্ব নেতা।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.