আজ(৭,১১,২০২৪) সকালে মার্কেট ও দোকানপাট খুলে দেয়ার আশ্বাস
চট্টগ্রামের হাজারী লেইনের উত্তেজনা নিরসন, যৌথ বাহিনীর উপর এসিড নিক্ষেপসহ দোকানপাট
খুলে দেয়া সংক্রান্তে যৌথ বাহিনীর সাথে ঔষধ ও জুয়েলারী সমিতির নেতৃবৃন্দের আলোচনা সম্পন্ন। চট্টগ্রাম নগরীর হাজারী লেইনে ইসকন সংক্রান্তে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা নিরসন, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা-এসিড নিক্ষেপ এবং গভীর রাত পর্যন্ত অভিযানে আটককৃতদের মধ্য হতে নিরপরাধ মালিক-শ্রমিকদের মুক্তি দেয়ার বিষয়ে যৌথ বাহিনী সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ)র সাথে অদ্য বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কার্যালয়ে বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখা, হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম ও বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখা এবং চট্টগ্রাম স্বর্ণ শিল্প কারিগর সমিতির নেতৃবৃন্দের আন্তরিক আবহে ফলপ্রশু আলোচনা সম্পন হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি আলি আজগর, সিনিয়র সহ-সভাপতি আলমগীর নূর, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা শাখা(বিসিডিএস)’র সহ সভাপতি জয় প্রকাশ দাশ, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মি. যিসু বণিক, সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, বিসিডিএস চট্টগ্রাম জেলা শাখার সদস্য প্রশান্ত কুমার পান্ডে, কার্যকরী সদস্য শিমু রানী দেব, স্বর্ণ শিল্প কর্মকার কৃষ্ণ কর্মকার প্রমুখ। যৌথ বাহিনী ও ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে প্রতিণিধিত্যকারী যৌথ বাহিনীর সিনিয়র কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। বৈঠকে উপস্থিত ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দরা গত ৫ নভেম্বর হাজারী গলী ও আশপাশের এলাকায় সংগঠিত ঘটনায় যৌথবাহিনীর উপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনা আর পুনরাবৃত্তী না হওয়ার জন্য সচেষ্ট থাকার প্রতিশ্রুতিসহ প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং যৌথবাহিনীর প্রতি অনুরোধ ও প্রস্তাবনায় বলেন জাতীয় অর্থনীতির যোগানদাতা জীবনরক্ষাকারী বাংলাদেশের বৃহৎ হাজারী গলীর ঔষধ ও জুয়েলারী মার্কেট ও দোকান খুলে দেয়া, আটককৃদের মধ্যে নিরপরাধীদের মুক্তি দেয়া এবং আভ্যন্তরিণ ও বহিরাগত দুষ্কৃতকারীদের ষড়যন্ত্র থেকে ও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানিদাতাদের কবল থেকে ঐতিহ্যবাহী হাজারী গলির ব্যাবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করণে হাজারী লেইন, টেরীবাজার ও কেসিদে রোড় এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা সহ যৌথবাহিনীর উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ। উপস্থিত যৌথবাহিনীর সিনিয়র কর্মকর্তাবৃন্দ ব্যাবসায়ী নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে আগামীকাল সকালে ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজারী লেইন, টেরীবাজার এলাকা ও কেসিদে রোড়স্থ মার্কেট এবং দোকান খুলে দেয়ার আশ্বাস দেন এবং ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনাসহ বিজ্ঞ আদালতের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিরপরাধ আটককৃতদের মুক্তির আশ্বাস প্রদান করেন।
সংবাদ প্রেরক
আলী আজগর
সহ-সভাপতি
হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম।
০১৮২৩০১১৯২০