1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

সাংবাদিকতা সম্পর্কে একটা কথা বলা হয়ে থাকে “ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দির” অর্থাৎ ঘুমের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

আপনি যদি খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন,আপনার যদি রোদে একটু দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো শারীরিক দুর্বলতা থাকে,আপনার যদি কঠিন পরিস্থিতির মধ্যে ও নিজেকে ধৈর্য্যের সাথে নিউজ কভার করার সক্ষমতা না থাকে তাহলে সাংবাদিকতা এই পেশাটি আপনার জন্য আসে নি। কেননা সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য একটি পেশা। তবে এই পেশায় আপনি অনেক গুণী ব্যক্তির সাথে সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। আপনার যোগ্যতা বলে হয়তো প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ আরো অন্যান্য সেলিব্রেটি র সাথেও পরিচিতি লাভ হয়ে যেতে পারে। অল্প সময়ে বিখ্যাত হওয়ার অপূর্ব সুযোগ। সাংবাদিকতা করতে হলে সব বিষয়ে জানতে হয়। নাহলে সংবাদ সঠিক, সহজ সরল ভাবে উপস্থাপন করা যায় না। কোথায় কি হল, কেন ঘটল, কখন ঘটল, কে করল, কার বিরুদ্ধে করল, এর সবকিছুকে যখন এককথায় বলতে হবে কিভাবে ঘটনা ঘটল? তখন সমস্ত কিছু না জেনে কোন ঘটনা সঠিক ভাবে বর্ণনা করা যায় না। এবং সূক্ষ্ম ভাবে বিশ্লেষণও করা যায় না। এই জন্য ঘটনা সম্পর্কিত সব বিষয়ে জানতে হয়। তবেই সঠিক ভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে ঘটনা সম্পর্কিত সংবাদটি উপস্থাপন যোগ্য হয়।
সব সময় আপনাকে চেষ্ঠা করতে হবে নতুন কিছু আলোচ কিছু গুচ্ছিয়ে সবার সামনে তুলে ধরার, সেই সাথে কিছু জরুরি ভিক্তিক নিউজ আছে সেই নিউজ গুলো সবার আগে সব তথ্য প্রমান সংগ্রহ করে সবার আগে প্রকাশ করার চেষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে মিডিয়া জগতে জরুরি সংবাদ গুলো সব সময় আগে প্রচার করার একটি পাল্লা হয় ককে কার আগে অনেক গুচ্ছিয়ে নিউজ প্রকাশ করতে পারে। অনেক সময় দেখবেন কিছু নামি দামি মিডিয়া পেইজে অনেক ঘটনার নিউজ যখন সাংবাদিক পুরো নিউজ কাভার করতে না পারায় সংক্ষিপ্ত হেড লাই প্রকাশ করে – বলে দেয়া বাকী টুকু আসচ্ছে। এককথায় সাংবাদিকতা করতে আপনি হবেন একটা জ্ঞানের জাহাজ।

বি.দ্র: ভালো খারাপ দুইটা দিকই বললাম এখন সিদ্ধান্ত আপনার আপনি কেন সাংবাদিকতা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss