প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৯:৪৩ এ.এম
অনুসন্ধানী সাংবাদিকতা(টিআইবি)পুরস্কার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম রুকন।
- মোঃ ওবাইদুল হক মণি
পরপর দুবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)দূর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক ও আমার অতি কাছের"শরীফুল ইসলাম রুকন।
ডাক্তারদের পটাতে চেক,বাড়ি, গাড়ি সবই উপহারের টাকা উসুল,রোগীর গলা কেটে "এবং কমিশন বাণিজ্যে দ্বিগুণ,রোগ নির্ণয়ের খরচ '" এই তিন পর্বের সিরিজ প্রতিবেদনের জন্য ২০২৪ সালে টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারে সংবাদপত্র বিভাগে প্রথম হয়েছে।আলহামদুলিল্লাহ।
বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪,রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।
উল্লেখ্য এর আগের বছরও শরীফুল ইসলাম রুকন বেশ কয়েকটি পুরস্কার এবং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন।
নকল ও ভেজাল ওষুধ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছিল।বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস)মিডিয়া অ্যাওয়ার্ড অনলাইন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছিলেন শরীফুল ইসলাম রুকন।স্বর্ণ খাতের সমস্যা - সম্ভাবনা নিয়ে লেখা চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ ও স্বর্ণপদক রুকনের হাতে তুলে দেন গতবছর।
২০২১ সালে "ওষুধ কোম্পানির অপকৌশল বিষয়ক প্রতিবেদন তৈরির জন্য টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ "পেয়েছিলো।ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলো ২০২২ ও ২০২৩ সালে ,২০২২ সালে"জলাশয় দখল - ভরাট বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করে।দেশের জন্য আরো অনেক সাফল্য বয়ে আনার এই কামনায়।
Design And Develop By Coder Boss