স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ফটিকছড়ি মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া আমিন মঞ্জিল, আঞ্জুমানে ওয়াসেলে গাউসুল আজম মাইজভাণ্ডারীর উদ্যোগে মাইজভাণ্ডারী তরিকার অন্যতম অনুঘটক তপ্তরে গাউসুল আজম মাইজভান্ডারী, কুতুবুল ইরশাদ হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) প্রকাশ ছোট মাওলানা সাহেব কেবলার ১১৯তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে মাইজভাণ্ডার শরীফে আজ (১০ ডিসেম্বর ২০২৪) মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ শরীফে আখেরী মুজানাত পরিচালনা করেন সাজ্জাদানশীনে দপ্তরে গাউসুল আজম মাইজভাণ্ডারী আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আজম (ক.) হাদিয়ে আশেকীন শাহসুফি মাওলানা সৈয়দ মফিজ উদ্দিন মাইজভান্ডারী (ম.জি.আ.)।
উক্ত ওরশ শরীফে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইয়াছিন আরাফাত মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, শাহ্জাদা সৈয়দ কামরুল হাসান মাইজভাণ্ডারী। ওরশ শরীফে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।