স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গতকাল (১৪ ডিসেম্বর ২০২৪) শনিবার সকাল ৯ ঘটিকার সময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান ও কক্সবাজার নিয়ন্ত্রিত শাখা কমিটি সমূহের সাথে কেন্দ্রীয় পর্ষদ এর সাংগঠনিক সংলাপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চন্দনাইশ খ জোনের সাংগঠনিক সমন্বয়কারী ডাঃ আবদুর রহমানের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শরীফুর রহমান, নাতে রাসুল(দঃ) পরিবেশন করেন মোহাম্মদ মুনতাসীম হাসান সোহান, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ সাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, এস এম মহিবুল্লাহ, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী (উজ্জ্বল), মোহাম্মদ নাসির উদ্দীন ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের উপরোক্ত থানা-জেলাসমূহের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ হাসান খান, মোহাম্মদ জাহেদুল ইসলাম শাহীন এবং বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সংলাপ অনুষ্ঠানের সমাপ্তিতে মিলাদ, কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইসমাঈল।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.