চট্টগ্রাম প্রতিনিধি-মোঃ আবদুল আলী : গতকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতি। উপজেলার কাঞ্চনায় আল হারমাইন আইডিয়াল মাদ্রাসার হলরুমে এ কর্মসূচি পালিত হয়। রোট্যারি ক্লাব অব চিটাগং নর্থ এর সহযোগিতায় কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, আমাদের মসজিদগুলো পাকাপোক্ত আধুনিক হয়েছে অথচ মুসল্লী শূন্য।মসজিদ পাকাপোক্ত নয় বরং পাকাপোক্ত মুসল্লীর প্রয়োজন। মাষ্টার আব্দুস সোবহান বলেন, মানবতার কল্যাণের চেয়ে বড় কোন কাজ হয় না।মানুষের সাথে হাসিমুখে কথা বলাটাও এটার ওজন আল্লাহর কাছে অত্যন্ত ভারী।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবু তাহের বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষের অধিকার রাষ্ট্র নিজে ফিরিয়ে দিবে।
এতে কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অধ্যাপক শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান,সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের,কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ যায়েদ হোসাইন,রোট্যারি ক্লাব অব চিটাগং নর্থ এর নির্বাচিত সভাপতি জসীম আহমেদ চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ।