মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কৃষকদল গতকাল ৩০ডিসেম্বর সোমবার সভা ও শোভাযাত্রা করেছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় আয়োজিত কৃষকদলের এ সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরুজ্জামান ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহিন, রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, তারাবো পৌরসভা কৃষকদলের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভুলতা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহ আলম, গোলাকান্দাইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ভোলাবো ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি তুষার, সাধারণ সম্পাদক নাঈম হিরা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা অবহেলিত। কৃষকদের সার, বীজ ন্যায্য মূল্যে দিতে হবে। উৎপাদিত পণ্য বাজারজাত করণে সহযোগিতা করতে হবে। কৃষকদের মূল্যায়ণ করতে হবে। অন্যথায় ফসল ফলবে না।
পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা প্রদক্ষিণ করে।