বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বকারী সংগঠন এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিগত ৩০ ডিসেম্বর২৪ সোমবার নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমকে সভাপতি, ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়াকে সহ-সভাপতি, উৎস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রাকে সদস্য সচিব এবং ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সংশপ্তক-এর প্রধান নির্বাহী লিটন চৌধূরী, ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ও মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারকে সদস্য পদে নির্বাচিত ঘোষনা করেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিটা’র নির্বাহী পরিচালক শিশির দত্ত, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এডাব-এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান।
এডাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল যাত্রা। বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী শিকদার এবং আর্থিক প্রতিবেদর উপস্থাপন করেন উৎপল বড়ুয়া। সভায় কার্যকরী কমিটির সদস্য বনফুল সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মার্সেল রতন গুদা ও উপকুল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটন উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় ইপসা, লাভ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন, প্রত্যাশী, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, যুগান্তর, ডিডিআরসি, সিডিসি, সিআরসিডি, ভাসা ফাউন্ডেশন, মনীষা, অপকা, সবুজের যাত্রা, আইডিএফ, এসডিএস, কর্ণফূলী ফাউন্ডেশন, পিপিএস, মাতৃভূমি ফাউন্ডেশন, মানব কল্যান সংস্থা, প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশন, বিডস, ওডেব, লিরো, মমতা ও দৃষ্টি সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ অংশনেন। সভায় চট্টগ্রাম জেলায় এডাবের ৩৫জন সদস্যের মধ্যে ৩৪জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভাপতি তার সমাপনী বক্তব্য শেষে বর্তমান জেলা কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এডাব-চট্টগ্রাম জেলা কার্যকরী কমিটি (২০২৫-২০২৭) গঠনের জন্য নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এডাব-চট্টগ্রাম জেলা কার্যকরী কমিটির নব-নির্বাচিত সকলকে সাধারণ সদস্যগনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম সমাপ্ত হয়।
ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনের সাথে এডাব চট্টগ্রাম জেলা কমিটির নব-নির্বাচিত সদস্যগণ।
প্রতিবেদন প্রণয়নে
মোঃ ফোরকান
বিভাগীয় সমন্বয়কারী,এডাব।