শাকির হায়দার-সুন্দরগন্জে আনোয়ারা বেগম(৫০) নামের এক মহিলার মৃত্যু নিয়ে ধ্রুম্বজাল। পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাশ্ববর্তী নুরুুল আমিন গং দের হাতে আহত হয়ে চিকিৎসা চলাকালীন অবস্থায় গতকাল ৩০ ডিসেম্বর, সোমবার মারা যান আনোয়ারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মৃত আনোয়ারা’র স্বামী আব্দুর রহমানের সাথে পার্শ্ববর্তী নুরুল আমিন গংদের জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৯ নভেম্বর নুরুল আমিন গং সংঘবদ্ধ ভাবে আব্দুর রহমানের বাড়িতে এসে একটি অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ারা সহ বেশ কয়েকজন আহত হয়। এরপর চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন আনোয়ারা।
মৃত আনোয়ারা বেগমের ছেলে আলআমিন অভিযোগ করে বলেন, গত ২৯ শে নভেম্বর প্রতিপক্ষ নুরুল আমিন গং সঙ্গবদ্ধ হয়ে আমাদের বাড়িতে হামলা চালান। তাতে আমি সহ আমার মা গুরুতর অসুস্থ হয়। চিকিৎসার জন্য আমার মা গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রংপুর মেডিকেলে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার বলেন, মাথায় প্রচন্ড আঘাতের কারণে রক্ত ক্ষরণ হয়েছে।পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে নিয়ে আসি। আঘাত জনিত অসুস্থ অবস্থায় গত ৩০ ডিসেম্বর দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। আমার মায়ের উপর হামলায় জড়িত ব্যক্তিদের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবী জানাচ্ছি ।
এ ঘটনায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দীপক কুমার আনোয়ারার বাড়িতে আসলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, মৃত আনোয়ারার লাশ পোস্টমর্টেম করার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মৃত আনোয়ারার লাশ হাসপাতালে পাঠানোর জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, পুলিশ আনোয়ারার মরদেহ পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.