হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ অন্যদের দৃষ্টিতে নিজের সৃষ্টিশীল কাজগুলো যখন হয়ে ওঠে নান্দনিক,আসে তখন মনজুড়ে ভিন্ন অনুভূতি,
আনে জীবনযাত্রায় নতুন এক মাত্রা,দায়িত্ববোধ বেড়ে ওঠে,বেড়ে যায় পরিধি দৃষ্টিভঙ্গির। আমাদের ফ্যাশন Designer Runi তারই এক উজ্জ্বল উদাহরণ।
পোশাক শিল্পে একজন সফল ডিজাইনার হিসেবে রুনির এই পথচলা গর্বিত করে আমাদের।
সৃষ্টির নেশায় পোশাক শিল্পে রুনি’র নতুনত্বের
একাগ্রতা এক বিস্ময়।
গত রবিবার,২৯ শে ডিসেম্বর ২০২৪,নিউইয়র্কে জ্যামাইকার ‘জাশন’ পার্টি সেন্টারে
ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনি’র
(Rozina Ahmed Runi) একক পোশাক প্রদর্শনী হয়ে গেল,দেশী গার্লস বাই মিলিয়া লেনিন এর আয়োজনে।
আবহাওয়া ছিল অনুকূলে। দুপুর দু’টো থেকে রাত এগারোটা অবধি চলে ডিজাইনার রুনি’র নানা ডিজাইনের সমাহার নিয়ে এই পোশাক প্রদর্শনী।
শুরু থেকেই বিভিন্ন দেশের ক্রেতা দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায় এবং তার ধারাবাহিকতা চলে সময়সীমার শেষ অবধি পর্যন্ত,এটাই রুনি’র সার্থকতা।
বরাবরই ডিজাইনার রুনি তার প্রতিটি কাজের ক্ষেত্রে আনে ভিন্ন আঙ্গিকে নতুনত্ব,
অবশ্যই তা কাউকে অনুকরণ করে নয়,
নিজের মেধা ও সুতীক্ষ্ণ চিন্তাভাবনার মাধ্যমে তার এই ব্যতিক্রম উপস্থাপনা নির্দ্বিধায় তাকে আলাদা করা যায় অন্য দশজন ডিজাইনার থেকে।
সঙ্গত কারণেই রুনি তার যে কোনো আয়োজনে পুরো পরিবেশ করে তোলে যথোপযুক্ত। এবারেও ঘটেনি তার ব্যতিক্রম,
চারিপাশের দেয়ালে রুনি’র ডিজাইন করা পোশাকে মডেলদের বিশাল আকারের ছবিগুলোর সাথে ‘রুবান’ ইভেন্টসের কারুকাজ ছিল দৃষ্টিনন্দন এবং অতিথিদের জন্য সুস্বাদু রকমারি খাবারের আয়োজন ছিলো বাড়তি এক আকর্ষণ।
নিউইয়র্কের বিশিষ্ট কলা-কুশলী,গুণীজন ও সাংবাদিকদের পাশাপাশি তারুণ্যের প্রতীক একঝাঁক তারকা সঙ্গীতশিল্পীর আগমন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আরো ভালো লেগেছে স্বতঃস্ফূর্ততায় তাদের সঙ্গীত পরিবেশনা।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য আরেক চমক,
ডিজাইনার রুনি,তার এবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অত্যন্ত সুপরিচিত সর্বগুণে গুণান্বিতা ফাতেমা শাহাব রুমার নাম ঘোষণা করেন। উপস্থিত দর্শনার্থীরা এই ঘোষণাকে যথার্থ মনে করে তাদের মতামত তুলে ধরেন।
বেশ উপভোগ্য ছিল পুরো আয়োজন।
বাংলাদেশের ক্রিয়েটিভ টিম ও অন্যান্য দেশের শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নিউইয়র্কের যারা ছিলেন এই এক্সিবিশনের নেপথ্যে,তাদের প্রত্যেকের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও মনোযোগী মনোভাব ছাড়া সম্ভব হতোনা এমন একটি সুন্দর আয়োজনের বলেছেন রুনি ।
সাংস্কৃতিক সংগঠন নিসার জামিল শুডডু বলছেন ,একজন বাংলাদেশী ডিজাইনারের উত্থানে আপনাদের এই অনুপ্রেরণা প্রশংসনীয়…
When one’s creative works become aesthetic in the eyes of others,
a different feeling comes over the mind.
It brings a new dimension to life, increases the sense of responsibility and widens the scope of vision.
Our fashion Designer Runi is a shining example of that.
Runi’s journey as a successful designer in the apparel industry makes us proud.
Runi’s innovations in the fashion industry, along with her passion for creation,are a wonder.
On Sunday, December 29, at Jamaica’s ‘Jashn’ party center in New York,fashion designer Rozina Ahmed Runi held a solo costume exhibition,hosted Desi Girls by Milia Lenin.
The weather was favorable.
This clothing exhibition featuring Designer Runi’s Collection runs from
2 PM to 11 PM.
The influx of buyers from different countries can be seen from the beginning and continues until the end of the period; that is the success of Runi’s.
Designer Runi has always been innovative in every aspect of his work.
Of course,it is not imitating anyone.
with her talent and sharp thinking,this exceptional presentation can easily distinguish Her from the other designers.
For good reason,
Runi makes the atmosphere at any of her events appropriate.
this time was no exception.the craftsmanship of ‘Ruban’ events was a sight to behold,with large-scale pictures of models in clothes designed by Runi on the surrounding walls and the array of delicious food for the guests was an added attraction.
The arrival of New York’s prominent artists and journalists, as well as a group of star Singers
symbols of youth
attracted the attention of visitors.
I like their spontaneity in playing music.
Another notable surprise of the event was Designer Runi, who announced the name of the well-known all-rounder Fathema Shahab Ruma as its Brand Ambassador this year.The visitors who were present expressed their opinion regarding this announcement as accurate.
The whole event was very enjoyable. Along with the creative team from Bangladesh and well-wishers from other countries & New York,who were behind the exhibition,
I extend deep respect and love for each of them. Such a beautiful event would not have been possible without your tireless work and attentive attitude.
Your inspiration in the rise of a Bangladeshi designer is commendable…
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.