বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়ার ১৪ নং পুরানগড় ইউনিয়নের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মুজিবুর রহমান সিকদার, সহ-সভাপতি আবদুর রহিম এবং সেক্রেটারী হিসেবে মাওলানা নাজিম উদ্দিন মনোনীত হয়েছেন। গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার নবনির্বাচিত আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি আবছার মোমেন। কমিটির অন্যান্য পদে হাফেজ আখতারুজ্জামান, আব্দুল হাই সিকদার, হাফেজ ছাইয়েদুল ইসলাম শাওন, রকিব উদ্দীন, হামিদুল ইসলাম নিশাত, মোঃ আয়ুব আলী, মোঃ ফুরকান, মাওলানা মোঃ ইলিয়াছ নির্বাচিত হন।
সম্মেলনে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এর স্ব স্ব কমিটি, ইউনিট সেট আপ এবং বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যর মাধ্যমে সম্মেলন এর কার্যক্রম সমাপ্ত হয়।
খবর বিজ্ঞপ্তির।