লেখক:- এস এম এ গোফরান
আমি বীর, করব না কভু নত মোর শির
আমি জাতির বিবেক-
সদা জাগ্রত মোর কলম, আমি বীর...
সকল অন্যায়ের প্রতিবাদী আমরা, বাংলা মায়ের সন্তান চেতনা কোটি বাঙালি জাতির।।
আমি কলম যোদ্ধা-
জাতির জন্য যুদ্ধো করি,
অন্যায়ের প্রতিবাদ করিতে প্রগতির
কলম হাতে তুলি-
অন্যায়ের প্রতিবাদ করতে সদা লড়ি।।
চাই প্রিয় বাংলাকে স্বাধীন রূপে
আমি চাই সত্য তুলে ধরিতে,
জেগে ওঠো জাতির বিবেক...
নিপাত যাক অন্যায়ের প্রতি সকল আবেগ।।
চলো স্বৈরাচারের গলাচিপে ধরি,
উন্নয়নের সাথে প্রিয় বাংলাকে গড়ি-
মোদের কলম জেগে উঠুক একাত্তরের চেতনায়,
মুক্ত করবো সকল শিকল বেরি..
জয় হবে আমাদের, হবে জয়,নিশ্চয়।।