মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ার অন্যতম দরবার আমির ভাণ্ডার দরবার শরীফে
আগামী ১ মাঘ, ১৫ জানুয়ারি রোজ বুধবার গাউসূল আজম মাইজভাণ্ডারী (ক.) র খোশরোজ শরীফ এবং হযরত আমিরুল আউলিয়া শাহসূফী সৈয়দ আমিরুজ্জামান শাহ (ক.) র ১৩৯ তম বেলায়েত বার্ষিক ওরশ মোবারক গাউছিয়া আমির মঞ্জিল
হুজরায়ে আমিরী তে মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ওরশ মোবারকে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।
আমির ভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আমির মঞ্জিল এর পীরে তরিকত আল্লামা শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরভাণ্ডারী (ম.) র
আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসুলাল্লাহ ﷺ , পটিয়ার অন্যতম দরবার শরীফ আমির ভাণ্ডার দরবার শরীফের মহান বার্ষিক ওরশ মোবারক মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এই মহান বেলায়েত ওরশ মোবারকে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।
আরজঃ- আল্লামা শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরভাণ্ডারী ( ম.) সাজ্জাদানশীন
গাউছিয়া আমির মনজিল
আমির ভাণ্ডার দরবার শরীফ,পটিয়া, চট্টগ্রাম।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.