মিলন বৈদ্য শুভ
রাউজান (প্রতিনিধি):
মাদক ছেড়ে খেলা ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রাউজানে অনুষ্ঠিত হলো রাউজান উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ায় সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল প্রিতি ম্যাচ । এতে এলাকার বিবাহিত ও অবিবাহিত দুটি দলে বিভক্ত হয়ে এই প্রিতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করেন। এই খেলায় অবিবাহিত দল টাইব্রেকারে বিবাহিত দলকে পরাজিত করে শিরোপা অর্জন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪নং বাগোয়ান ইউনিয়নের সংগঠক আরাফাত মামুন, সমাজ সেবক রাজা মিঞা, মামুনুর রশীদ, মোহাম্মদ ফরিদ আবদুর করিম, আনোয়ার হোসেন বাদশা, সাজ্জাদ হোসেন, প্রবাসী আনোয়ার হোসেন বালি ও শওকত আলী।
খেলা পরিচালনা করেন জালাল উদ্দিন রুমি ও সহকারী হিসেবে ছিলেন হারিছ মিঞা ও বিজন।
বিজয়ীদলকে অতিথিরা পুরস্কার হাতে তুলে দেন। এই ফুটবল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা শতশত ফুটবল ভক্ত উপস্থিত হন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.