বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সাহা এন্ড সন্স এর পামওয়েল ভর্তি ট্রাক কুমিল্লার চান্দিনা থানাধীন চান্দিনা বাসষ্টেন সংল্গন এলাকা হতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এব্যবপারে উক্ত ট্রাকের ড্রাইভার চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা গেছে, গত
১৪/০১/২০২৫ইং তারিখ সুমন ট্রান্সপোর্ট এজেন্সি এর মাধ্যমে সাহা এন্ড সন্স এর ৭৫ (পঁচাত্তর) ড্রাম পাম ওয়েল, প্রতিটি ড্রামে ১৮৬ (একশত ছিয়াশি) কেজি করিয়া সর্বমোট ১৩,৯৫০ (তের হাজার নয়শত পঞ্চাশ) কেজি পামওয়েল তেল যার মূল্য অনুমান পঁচিশ লক্ষ টাকা। বাটারপ্লাইন ওয়েল মিল পতেঙ্গা চট্টগাম হইতে লোড করিয়া দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় সাহা এন্ড সন্স, দিনাজপুর এর উদ্দেশ্যে রওনা করে। ১৪/০১/২০২৫ইং তারিখ দিবাগত রাত অর্থাৎ ১৫/০১/২০২৫ইং তারিখ রাত অনুমান ২টার সময় চান্দিনা থানাধীন চান্দিনা বাসস্ট্যান্ড হইতে আনুমানিক ২০০ (দুইশত) গজ পশ্চিম দিকে হাজী টাওয়ার এর সামনে মহাসড়কের ঢাকাগামী লেনে পৌছিলে একটি নীল রংয়ের মিনি পিকআপ তেলবাহী ট্রাক কে চাপা দেয়। এ সময় গাড়ী হইতে ৩/৪ জন লোক ধারালো অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার কে অস্ত্রেও মুখে জিম্মি করে গামছা দিয়া হাত পা ও চোখ বেঁধে রক্তাক্ত জখম করে এবং এলোপাথাড়ী কিল, ঘুষি মেরে আহত করে একটি গাছের সাথে হাত পা বেঁধে ফেলে ট্রাক ও মালামাল নিয়ে চম্পট দেয় ছিন্তাইকারীরা। এই বিষয়ে চান্দিনা থানায় ট্রাকের ড্রাইভার রাজু আহমেদ লিখিত অভিযোগ দায়ের করেছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.