শাকির হায়দার-ঘড়ির কাটায় বিকেল ৩টা। তখন স্কুলের শিক্ষকদের থাকার কথা শ্রেণিকক্ষেপ্রাথমিক । কিন্তু বাস্তবে তা ভিন্নতা মিলল। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। অফিস কক্ষে বিদ্যালয়ের পতাকা দায়সারাভাবে নামিয়ে রেখেছেন দপ্তরি।
গত ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর তিনটায় সরেজমিনে দেখা যায়, উত্তর কিসামত শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।
স্থানীয়রা জানান, তীব্র শীতে কয়েক দিন এমনিতেই শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা। বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবকসহ কয়েকজন জানান, বেলা ৩টার দিকে স্কুল তালাবদ্ধ, কেউ নাই হয়তো বাড়ি গেছেন স্যারেরা।
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
এবিষয়ে জানতে চাইলে উত্তর কিসামত শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মুঠো ফোনে বলেন, মাঠে গাছ কাটার জন্য স্কুল ছুটি দিয়েছি এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন, গাছ কাটার ব্যাপারে তারা আমাদেরকে কোন কিছু অবগত করেননি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.