*ছাত্র আন্দোলনের ন্যায় সৎ, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বৃহত্তর আন্দোলনে ভূমিকা রাখতে হবে*
— মুহাম্মদ শাহজাহান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ছাত্র অবস্থায় তাত্ত্বিক জ্ঞান অর্জন করেছি। অর্জিত জ্ঞানের ভিত্তিতে বৃহত্তর আন্দোলনে এসে ময়দানে কাজে লাগাতে হবে। ছাত্র আন্দোলনের ন্যায় সৎ, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বৃহত্তর আন্দোলনে ভূমিকা রাখতে হবে। বৃহত্তর ইসলামী আন্দোলনে সৎ ও নৈতিকতার ভিত্তিতে সাংগঠনিক ও কর্মজীবনে গড়ে তুলতে পারলেই দুনিয়া ও আখেরাত কল্যাণকর হবে, ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সদ্য বিদায়ী দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ নুরুল হক, সাবেক ছাত্রনেতা গিয়াস আজাদ চৌধুরী, আরিফুল ইসলাম আবিদ, তৈয়ব হোসাইন, আলী হোছাইন, আইয়ুব আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান, পশ্চিম জেলা সভাপতি আবদুর রহিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আপনাদের চৌকষ ভূমিকার কারণে ৩৬ জুলাই দেশের নতুন সূর্যোদয় ঘটেছে। ছাত্র গণঅভ্যুত্থানের মতো দেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে হবে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.